চিকিৎসক হতে চায় পিন্টু রঞ্জন দাস

ডেস্ক রিপোর্ট :

সিলেট বর্ডারগার্ড পাবিলক স্কুল এন্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে পিন্টু রঞ্জন দাস। সে গোলাপগঞ্জের সুপাটেক গ্রামের প্রবাসী অরবিন্দু দাস ও সীমা রানী দাসের ছোট ছেলে। চার ভাইয়ের মধ্যে সবার ছোট পিন্টু রঞ্জন দাস বড় হয়ে চিকিৎসক হতে চায়। সে এর আগেও একই শিক্ষা প্রতিষ্ঠান থেকে পিএসসি ও জেএসসি পরীক্ষায় অংশ নিয়ে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছিল।
আগামী দিনেও শিক্ষা জীবনে এমন সাফল্য ধরে রাখতে সকলের আশীর্বাদ ও সহযোগিতা কমনা করেছে পিন্টু রঞ্জন দাস। সে জানায় চিকিৎসক হয়ে গরীব ও মেহনতী মানুষের পাশে দাড়াতে চায়।