বছরের শুরুতেই ড্রিমক্লিফ যুব সংঘটনের কার্যক্রম শুরু

গত ৮ই জানুয়ারি সিলেট জেলায় ড্রিমক্লিফ যুব সংঘটনের নতুন বছরের কার্যক্রম শুরু হয় ।

শুক্রবারে তারা নগরীর বিভিন্ন স্থানে দুস্থ এবং পথ শিশুদের এক বেলা আহার বিতরণের ব্যবস্থা করে। বর্তমান পরিস্থিতিতে প্রায় ১০০ জন মানুষের জন্য খাবারের ব্যবস্থা করা এবং বিতরণ করা একটি কষ্টকর কাজ হলেও, সফল ভাবে তারা কার্যক্রমটি তারা সম্পন্ন করে।উক্ত অনুষ্ঠানে উপস্হিত ছিল সংঘটনের সভাপতি উসামা বিন ইকবাল, সহ সভাপতি অমিত কাইরি সহ অন্যান্য সদস্যরা।

সংঘটনের সদস্যদের সাথে কথা বললে, তারা জানান আগামীতে তারা এভাবে আর অনেক কর্মসূচি পালন করবেন এবং অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোই তাঁদের প্রধান কাজ। এবং তাঁরা নগরির সর্ব স্থরের মানুষকে তাঁদের সহযোগিতা ও এই দরিদ্র লোকদের পাশে দাঁড়ানোর আহ্বান জানায়।