নাজমুস সাকিব ডাক্তার হতে চায়

 

ডেস্ক রিপোর্ট :

সিলেট শিক্ষা বোর্ডের অধীনে এবারের এসএসসি পরীক্ষায় সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে অংশ নিয়ে জিপিএ-৫ অর্জন করেছে নাজমুস সাকিব মেহেদি। সে সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোহাম্মদ মাসুক মিয়া ও লিলিমা আক্তার লিলির ছেলে।

নাজমুস সাকিব মেহেদী তার এই সাফল্যের জন্য মা-বাবা ও শিক্ষকবৃন্দের কাছে কৃতজ্ঞ। ভবিষ্যতে লেখাপড়া করে সে চিকিৎসক হয়ে মানুষের সেবায় নিয়োজিত হতে চায়। নাজমুস সাকিব মেহেদি সকলের কাছে দোয়া প্রার্থী।