কানাইঘাট চতুল বাজারে স্ট্রিট লাইট স্থাপন

 

কানাইঘাট প্রতিনিধি:

জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ সংসদ সদস্য আলহাজ্ব সেলিম উদ্দিনের উদ্যোগে কানাইঘাট উপজেলার গুরুত্বপূর্ণ স্থান ও হাটবাজার এলাকায় সোলার স্ট্রিট লাইট স্থাপন করা হচ্ছে।

রবিবার বিকেল ৩টায় কানাইঘাট চতুল বাজারের গুরুত্বপূর্ণ স্থানে প্রায় ৫ লক্ষ ৬৫ হাজার টাকা ব্যয়ে ১০টি স্ট্রিট লাইট স্থাপন করা হয়।

সেলিম উদ্দিন এমপির পক্ষে স্ট্রিট লাইট স্থাপনের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন বড় চতুল ইউ.পির চেয়ারম্যান মাওঃ আবুল হোসাইন, চতুল এলাকায় এমপি সেলিম উদ্দিনের উন্নয়ন সমন্বয়কারী জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় সদস্য ও জাপা নেতা কিউ.এম ফররুখ আহমদ ফারুক, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সহ-সম্পাদক আব্দুন নূর , ক্রীড়া সংস্কৃতিক ও প্রকাশনা সম্পাদক মাহবুবুর রশিদ, বড়চতুল ইউ.পি আ’লীগের সাধারণ সম্পাদক জাকারিয়া আলম জামিল, দূর্গাপুর স্কুল ও কলেজ গর্ভনিং বর্ডির নির্বাচনে অভিভাবক সদস্য প্রার্থী আলতাফ হোসেন বিলাল, ইউ.পি যুবলীগের আহŸায়ক জাহেদুল ইসলাম রুবেল, চতুল বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওঃ আব্দুল হক, মাওঃ আব্দুল্লাহ, হাজী সফর আলী, তোতা মিয়া, ইউ.পি সদস্য অলিউর রহমান, ইউ.পি সদস্য আব্দুল মুতলিব, যুবকর্র্মী এনামুর রহমান প্রমুখ।