বিসিএস ক্যাডার হতে চায় মুমতাহিনা মুমু

 

ডেস্ক রিপোর্ট :

এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়েছেন বøু-বার্ড স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী মুমতাহিনা হোসাইন মুমু। পরীক্ষায় এ কৃতিত্বপূর্ণ ফলাফলের নেপথ্যে রয়েছে মা নুহেরা চিশতিয়া চৌধুরী ও বাবা এডভোকেট নজরুল হোসাইনের ত্যাগ নির্ভর অনুপ্রেরনা।
কৃতজ্ঞতার সাথে তাদের কথা স্মরন করে মুমু বলেন, আমি আল্লাহ তায়ালার শুকরিয়া ও কৃতজ্ঞতা প্রকাশ করি আমার এ ফলাফলের জন্য, কারন তার দ্ওেয়া সুযোগে আমি এ পর্যন্ত আসতে পেরেছি। সেই সাথে কৃতজ্ঞ আমার প্রিয় শিক্ষকদের প্রতি।
যাদের নিবিড় পাঠদানে শিক্ষাজীবনের প্রথম ধাপ উত্তীর্ণ হতে পেরেছি আমি। ভবিষ্যতে একজন বিসিএস ক্যাডার হয়ে জনগনের সেবক হ্ওয়ার আগ্রহী মুমু। সেজন্য সকলের দোয়ার মধ্যে এগিয়ে য্ওায়ার স্বপ্ন এখন তার।