আবু বক্কর হাফিজিয়া মাদ্রাসায় ১০টি সিলিং ফ্যান প্রদান

 

ডেস্ক রিপোর্ট :

বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক যুক্তরাজ্য গ্রেটার সাসেক্স যুবলীগের সহসভাপতি বাংলাদেশ লোকসংস্কৃতি ফোরামের যুক্তরাজ্য শাখার আহŸায়ক সিলেট সদর উপজেলা টুকের বাজার ইউনিয়নের কৃতি সন্তান ইবশা আহমেদ চৌধুরী সৌজন্যে রোববার সিলেট টুকেরবাজার হযরত আবু বক্কর (রা.) হাফিজিয়া মাদ্রাসায় দশটি সিলিং ফ্যান বিতরণ করা হয়েছে।

মাদ্রাসার প্রিন্সিপ্যাল হাফিজ মো: আশিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক জগলু চৌধুরী।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন টুকের বাজার হাজী আব্দুস সাত্তার বহুমূখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো: আব্দুর শুকুর, সিলেট জেলা যুবলীগের সহ- সভাপতি সিনিয়র শিক্ষক মো: জুনেদ খোরাশানী, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক বাংলাদেশ লোকসংস্কৃতি ফোরামের কেন্দ্রীয় কমিটির মহাসচিব সৈয়দ রাশিদুল হক রুজেন, নর্থ ইস্ট মেডিকেল কলেজের এসিস্ট্যান্ট রেজিস্টার ডাঃ গোলাম সরওয়ার চৌধুরী।