কার্ল মার্কসের দ্বিশততম জন্মবার্ষিকীতে সিলেটে আলোচনা সভা

admin
প্রকাশিত মে ৬, ২০১৮
কার্ল মার্কসের দ্বিশততম জন্মবার্ষিকীতে সিলেটে আলোচনা সভা

 

ডেস্ক রিপোর্ট :

চলমান বুর্জোয়া শোষণ-নির্যাতনের বিরুদ্ধে মার্কসবাদের ভিত্তিতে সকল প্রগতিশীল চিন্তার মানুষের ঐক্য গড়ে তুলতে হবে বলে কার্ল মার্কসের দ্বিশততম জন্মবার্ষিকীর আলোচনা সভায় বক্তারা মতপ্রকাশ করেছেন।

সমাজতান্ত্রিক রুশ বিপ্লবের শততম বার্ষিকী উদযাপন কমিটি, সিলেট’’ এর উদ্যোগে শনিবার বিকাল ৪ টায় সিলেট মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য কক্ষে মহান দার্শনিক কার্ল মার্কসের দ্বিশততম জন্মবার্ষিকীর আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। আলোচনা সভার পূর্বে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে কার্ল মার্কসের অস্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

সভায় সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক রুশ বিপ্লবের শততম বার্ষিকী উদযাপন কমিটি, সিলেট’’ এর আহবায়ক এডভোকেট বেদানন্দ ভট্টাচার্য এবং পরিচালনা করেন বাসদ সিলেট জেলার সমন্বয়ক কমরেড আবু জাফর।
সভায় আলোচনা করেন, জাসদ সিলেট জেলারর সভাপতি লোকমান আহমদ, সাম্যবাদী দল সিলেট জেলার সাধারণ সম্পাদক কমরেড ধীরেণ সিংহ, সিপিবি সিলেট জেলার সভাপতি হাবিবুল ইসলাম খোকা, ওয়ার্কার্স পার্টি সিলেট জেলার সভাপতি আবুল হোসেন, সমাজতান্ত্রিক রুশ বিপ্লবের শততম বার্ষিকী উদযাপন কমিটির সদস্য সচিব অধ্যাপক আবুল কাশেম। বাংলাদেশ ছাত্রলীগ তৌহিদ এলাহি, ছাত্র ইউনিয়ন নেতা নাবিল হোসেন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নেতা সঞ্জয় শর্মা, ছাত্র মৈত্রী নেতা শেখ সিদ্দিকুর রহমান প্রমুখ।