লন্ডনে বসবাসরত বিএনপি-ছাত্রদল নেতাদের ফাঁসির দাবিতে সিলেটে প্রচারণা

নিজস্ব প্রতিবেদক :

লন্ডনে বসবাসরত বিএনপি ও ছাত্রদলের ১০ নেতার ফাঁসি দাবি করে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে। এরা সবাই সিলেটের বাসিন্দা। সিলেট জেলা ও মহানগর তাঁতীলীগ ওই প্রচারণা চালাচ্ছে।

প্রচারণায় ওইসব ছাত্রদল নেতার ছবি দিয়ে নগরজুরে ব্যাপক পোস্টারিং করা হয়েছে।

পোস্টারে অভিযোগ করা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডন সফরের সময় ওইসব ছাত্রদল নেতা প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করে। প্রতিবাদ কর্মসূর্চির নামে ওইসব ছাত্রদল নেতা প্রধানমন্ত্রীর সম্মানহানীকর কার্যক্রম চালায়।

01 (2)

অভিযুক্ত ছাত্রদলের নেতারা হলেন মাহিদুর রহমান, এমএ মালেক, কয়সর এম আহমেদ, মো. বদরুল ইসলাম, অমিত পুরকায়স্ত, মো. নুরুজ্জামান মিয়া, আনিসুর রহমান, মুজিবুর রহমান, মিছবাউজ্জামান সুহেল ও আফজাল হোসেন।