এপেক্স ক্লাবের ফ্রি হার্ট ক্যাম্প সম্পন্ন

 

ডেস্ক রিপোর্ট :

এপেক্স ক্লাব অব গ্রীন হিলসের উদ্যোগে শনিবার সকাল ১০ টায় সিলেট দক্ষিণ সুরমা গোপশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফ্রি হার্ট ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এপে: এড.শাহীনুল ইসলামের সভাপতিত্বে ও এপে: আহমেদ জাকারিয়ার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব:) ডা: এ. মালিক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন এপে: সৈয়দ মোয়াজ্জেম হোসেন সেবুল, (জাতীয় সভাপতি, এপেক্স বাংলাদেশ), ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেটের সভাপতি অধ্যাপক ডা: এম এনায়েত উল­াহ, এপেক্স বাংলাদেশ জাতীয় সহ সভাপতি এপে: এম. এ.কাইয়ুম চৌধূরী।
সম্মানিত অতিথি ছিলেন এপে:এ.কে.এম সমিউল আলম (এল.জি, এপেক্স বাংলাদেশ), এপে: চন্দন দাস (পি. এন.পি,এপেক্স বাংলাদেশ), এপে:জাহাঙ্গীর আলম (এন.এস.ডি,এপেক্স বাংলাদেশ), এপে: মাসুম আহমেদ,(জেলা -৪ গভর্নর, এপেক্স বাংলাদেশ)। এছাড়াও উপস্থিত ছিলেন অধ্যাপক ডা: মো: আমিনুর রহমান লস্কর, অধ্যাপক ডা:সুধাংশু রন্জন দে,ডা: খালেদ মহসিন, আবু তালেব মুরাদ,অধ্যাপক ডা: বদিউজ্জামান,ডা: হারুন রশিদ,ডা: এস.এম.হাবিবুল­াহ সেলিম,ডা: মো:ইকবাল আহমদ। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন এপে: এড.মিসবাহুর রহমান আলম,এপে:প্রফেসর ড: মোহন মিয়া,এপে: শফিকুল ইসলাম,এপে: এড.চৌধূরী আতাউর রহমান আজাদ, এপে: বদরুল আলম,এপে: ইফতেখার মনি,এপে: এড,জালাল আহমদ,এপে: শায়েক খান,এপ: এড. আব্দুল কুদ্দুস, এপে: এড. আব্দুর রশীদ জুবের,এপে: এরশাদ,এপে: নুরুল ইসলাম আশুক,এপে: আদিল হোসাইন,এপে:শাহেদুর রহমান,এপে:মো: নাজমুল হুদা,এপে: জয়নুল হক,এপে:শাহ মোঃ লোকমান আলী,এপে: প্রভাত পাল,এপে: এ কে আজাদ ফাহিম,এপে: এড.মানিক উদ্দিন, এপে: বাবুল,এপে: দুলাল,এপে: লস্কর, এপে: রকিব আলী, এম বাবর লস্কর, এপে:মো: আলী,(জেলা- ২ গভর্নর), এপে: কাওসার, এপে: সোহাগ, এপে: তৌহিদ,এপে: এমদাদ,এপে: হেমন্ত, এপে:সৌরভ,এপে: বাবুল মিয়া,এপে: তাহেদুর,এপে: ইউনুস,এপে: মাসুম, শামীম আহমেদ,গিয়াস উদ্দিন, এম.এ গফুর মজুমদার প্রমুখ।