সিলেটের ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে সম্ভাব্য মেয়র প্রার্থী বদরুজ্জামানের মতবিনিময়

 

ডেস্ক রিপোর্ট :

আসন্ন সিলেট সিটি নির্বাচনকে সামনে রেখে সিলেটের ব্যবসায়ী সমাজের সাথে মতবিনিময় করেছেন সম্ভাব্য মেয়র পদপ্রার্থী ও সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম। শনিবার রাতে নগরীর একটি রেস্টুুরেন্টের হলরুমে অনুষ্ঠিত মত বিনিময় সভায় সিলেট নগরীর সবকটি মার্কেট সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিপুল সংখ্যক ব্যবসায়ী ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সিলেট জেলা ব্যবাসয়ী ঐক্য কল্যান পরিষদের সভাপতি আলহাজ্ব মখন মিয়া চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- মহানগর ব্যবয়াসী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মো: নাজমুল হক, সহ-সাধারণ সম্পাদক মো: আব্দুর রহমান রিপন, সহ-সাধারণ সম্পাদক রিহাদুল হাসান রুহেল, জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাংগঠনিক সম্পাদক এইচ. এ তাফাদার রুহেল, মহানগর সাংগঠনিক সম্পাদক আব্দুল হাদী পাবেল, মহানগর সহ-সভাপতি শামছুল আলম ও আব্দুল মল্লিক মুন্না, জেলা সহ-সাংগঠনিক সম্পাদক মো: লায়েক মিয়া, মহানগর সহ-সাংগঠনিক সম্পাদক মো: আমজদ আলী ও আব্দুস সামাদ তোহেল, জেলা সাহিত্য সম্পাদক ইমাম উদ্দিন কামাল, জেলা সহ-দফতর সম্পাদক জাকারিয়া ইমরুল, জেলা স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আব্দুল গফুর, মহানগর আইন বিষয়ক সম্পাদক আনিছুর রহমান, ব্যবসায়ী নেতা সুহিন আহমদ, নিয়াজ মোহাম্মদ আব্দুল করিম ও শামীম আহমদ প্রমুখ।