সিলেটে দুই পরিবহন শ্রমিক পরিবারকে অনুদান প্রদান

 

ডেস্ক রিপোর্ট :

সিলেট জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং- বি-১৪১৮ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক বলেছেন, পরিবহণ শ্রমিকদের জীবনমান উন্নয়নে আমাদের প্রচেষ্ঠা অব্যহত থাকবে। পরিবহণ শ্রমিকরা জীবনের ঝুঁকি নিয়ে যাত্রীসাধারণের সেবায় নিজেকে নিয়োজিত রাখেন। সেসব শ্রমিকরা অনেক ক্ষেত্রে অবহেলিত ও সুবিধা বঞ্চিত রয়ে যান। আমরা সেসব শ্রমিকদের সুখে-দুঃখে পাশে দাঁড়াতে বদ্ধ পরিকর।

তিনি শনিবার বিকেলে সিলেট ঢাকা আন্তঃজেলা বাস শ্রমিক উপ কমিটির পক্ষ থেকে বাসচালক মরহুম ফারুক মিয়া ও তুহিন মিয়ার পরিবারের সদস্যদের মধ্যে অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

সিলেট-ঢাকা আন্তঃজেলা বাস শ্রমিক উপ কমিটির সভাপতি মোঃ নুরু মিয়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রকিব উদ্দিন রফিক।

অনুষ্ঠানে ফারুক মিয়া ও তুহিন মিয়ার স্ত্রী, সন্তানদের হাতে ১ লাখ ৪০ হাজার টাকা অনুদান তুলে দেন অতিথিবৃন্দ।

সিলেট-ঢাকা আন্তঃজেলা বাস শ্রমিক উপ কমিটির সম্পাদক হাজী মঈনুল ইসলামের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং- বি-১৪১৮’র যুগ্ম সম্পাদক আব্দুল মহিম, সহ সাধারণ সম্পাদক হাজী মঈনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত আবুল, প্রচার সম্পাদক শেখ সোনাফর আলী লাকি, কোষাধ্যক্ষ শামসুল হক মানিক, সদস্য মোঃ হারিছ আলী, আতিক মিয়া, মোঃ বাদল মিয়া। সিলেট-ঢাকা আন্তঃজেলা বাস শ্রমিক উপ কমিটির পক্ষে উপস্থিত ছিলেন, সহ সভাপতি নুরুজ্জামান নুনু, সহ সম্পাদক ইউসুফ আলী, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম নুরু, কোষাধ্যক্ষ মোঃ মুজিবুর রহমান, সদস্য মোঃ হাসান।