গোয়াইনঘাটে বজ্রপাতে একজনের মৃত্যু

 

গোয়াইনঘাট প্রতিনিধি :

সিলেটের গোয়াইনঘাটে বজ্রপাতে মকবুল আলী (২৮) নামের এক মৎস্যজীবীর মৃত্যু হয়েছে। রোববার (৬ মে) সকালে মর্মান্তিক এ ঘটনাটি ঘটে। মৃত মকবুল আলী উপজেলার ৭ নং নন্দিরগাও ইউনিয়নের চলিতাবাড়ি ( মাঝহাটি) গ্রামের আসকর আলীর ছেলে।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, রোববার সকাল ৯ টায় প্রতিদিনের ন্যায় মাছ ধরতে স্থানীয় নদীতে যান মকবুল। এসময় মাছ ধরারত অবস্থায়ই হঠাৎ বজ্রপাত জনিত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

এদিকে বজ্রপাতে মৎস্যজীবী নিহতের খবর পেয়ে গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিৎ কুমার পাল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ১০ হাজার, স্থানীয় ইউপি চেয়ারম্যান তহবিল থেকে ৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।