জৈন্তাপুরে আব্দুল­াহ স্মরণে শোক সভা

 

ডেস্ক রিপোর্ট :

জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম শেখ আব্দুল­াহ’র স্মরণে শনিবার দুপুরে ৫নং ফতেহপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ইউনিয়নে এক শোক সভা অনুষ্ঠিত হয়।

ইউপি আওয়ামী লীগের সভাপতি রফিক আহমদের সভাপতিত্বে ও ছাত্রনেতা হেলাল উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য ও মহানগরের সভাপতি সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি কামাল আহমদ, সাধারণ সম্পাদক লিয়াকত আলী, যুগ্ম সম্পাদক ফয়েজ আহমদ বাবর, জৈন্তাপুর উপজেলা ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, জৈন্তাপুর কৃষক লীগের আলকাস আলী, শ্রমিক লীগ নেতা ফারুক আহমদ, আলা উদ্দিন, শাহ আলম, আনোয়ার হোসেন, আবুল হাসনাত, আনোয়ার হোসেন, নুর উদ্দিন মড়া, মৌলভী রহমত উল­াহ, জাকারিয়া মাহমুদ, এড. হানিফ, ইমাম উদ্দিন, ফারুক আহমদ, খালিক, আজির, জালাল, আসিব উদ্দিন, ছাদ, রুবেল শরীফ, তাজ উদ্দিন, মামনু প্রমুখ।