আন্তর্জাতিক ধাত্রী দিবসে এফআইভিডিবির আলোচনা সভা

 

ডেস্ক রিপোর্ট :

“মা ও শিশু” স্বাস্থ্যের মানসম্পন্ন সেবা প্রদানে মিডওয়াইফ এগিয়ে” এই স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক ধাত্রী দিবস উপলক্ষ্যে খাদিমনগরের কল­গ্রামে ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (এফআইভিডিবি) প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে শনিবারে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ৩য় ব্যাচের শিক্ষার্থী রুহামা বেগম রীমা ও ৫ম ব্যাচের ছাত্রী নিলুফা ইয়াছমিনের যৌথ পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন, এফআইভিডিবি’র পরিচালক জাহিদ হোসেন।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট মোঃ আফসর আহমদ।
উপস্থিত ছিলেন, এআরপি আজিজ আহমদ, এআরপি আয়েশা তাসনীম ইশিতা, এডমিন এন্ড ফাইনান্স অফিসার মো. আশফাক হোসাইন, ইন্সট্রাক্টর সুজাতা রানী দাস, ফ্যাকাল্টি বিভাগের শিক্ষক সুমাইয়া আক্তার, শাহনাজ পারভীন, নাফিসা আক্তার, রিমা আক্তার, স্বপ্না খাতুন, রানী আক্তার মৌ, হোস্টেল ম্যানেজার ফরিদা ইয়াসমিন এছাড়াও শিক্ষার্থী, অভিভাবকববৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন, প্রজেক্ট ম্যানেজার এটিএম জান্নাতুন নাঈম।