একনেকে সিলেট তামাবিল মহাসড়ক ৪ লেনে উন্নিত হওয়ায় ১৭ পরগনা সভাপতির কৃতজ্ঞতা

সোহেল আহমদঃ একনেকে সিলেট তামাবিল মহাসড়ক প্রকল্প অনুমোদিত হওয়ায় ১৭ পরগনা সালিশ সমন্বয় কমিটি জৈন্তা সিলেট এর কৃতজ্ঞত

সিলেট তামাবিল সড়ক এসএমভিটি লেনসহ ৪ লেনে উন্নীত করণ প্রকল্পটি একনেকে অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী, পরিকল্পনামন্ত্রী, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এম.পি কে ১৭ পরগনা সালিস সমন্বয় কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানান সভাপতি আবু জাফর আব্দুল মওলা (আবুল) চৌধুরী। তিনি বলেন প্রাচীন স্মৃতি বিজড়িত জৈন্তা পর্যটন, সীমান্ত বাণিজ্য ও প্রাকৃতিক সম্পদ সমৃদ্ধ সিলেটের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে ১৭ পরগনা দীর্ঘদিন যাবৎ দাবি জানিয়ে আসছে।

মুজিব বর্ষের উপহার স্বরুপ সিলেট তামাবিল মহাসড়ক পৃথক এডএমভিটি লেনসহ ৪ লেনে উন্নীত করণার্থে একনেকে ৩ হাজার ৫৮৬ কোটি টাকার প্রকল্প অনুমোদিত হয়েছে। সিলেট থেকে তামাবিল হয়ে ভারতের উত্তর-পূর্বাঞ্চলে আমদানি রফতানি বৃদ্ধি, যাতায়াত সহজতর করণ, জনসাধারণের ভোগান্তি লাগব ও সর্বোপরি পর্যটকদের সুবিধার্তে এই প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের দাবি জানান তিনি।

আবুল চৌধুরী