ভারতের সাথে পানি বণ্টনে অগ্রগতি নেই, চীনা অর্থায়নে সংকীর্ণ করা হবে তিস্তা।

সিলবাংলা সংবাদ : ভারতের সাথে যৌথ নদী তিস্তার পানি বণ্টন চুক্তি স্বাক্ষর না হওয়ার প্রেক্ষাপটে নদীটির দীর্ঘ মেয়াদি ব্যবস্থাপনার জন্য চীনা অর্থায়নে একটি প্রকল্প হাতে নিয়েছে বাংলাদেশ সরকার। প্রকল্পটির মোট বাজেট ধরা হয়েছে ৯৮ কোটি ৩০ লাখ মার্কিন ডলার যার মধ্যে ঋণ হিসেবে ৮৫ কোটি ৩০ লাখ ডলার চাওয়া হয়েছে চীনের কাছে, বাকিটা অর্থায়ন করবে বাংলাদেশ।প্রকল্পটির মোট বাজেট ধরা হয়েছে ৯৮ কোটি ৩০ লাখ মার্কিন ডলার যার মধ্যে ঋণ হিসেবে ৮৫ কোটি ৩০ লাখ ডলার চাওয়া হয়েছে চীনের কাছে, বাকিটা অর্থায়ন করবে বাংলাদেশ।

“চীনারা এই প্রকল্পে অর্থায়নে রাজি হয়েছে। আশা করা যায় ডিসেম্বরের মধ্যেই আমরা এই প্রকল্পের কাজ শুরু করতে পারব,” বেনারকে জানান পানি উন্নয়ন বোর্ডের রংপুর অঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী জ্যোতি প্রসাদ ঘোষ।প্রস্তাবিত তিস্তা রিভার কমপ্রিহেনসিভ ম্যানেজমেন্ট অ্যান্ড রেসটোরেশন প্রকল্পের মাধ্যমে রংপুর অঞ্চলের এই নদীর প্রস্থ কমানো হবে এবং গভীরতা বৃদ্ধি করা হবে।সম্প্রতি যে নয়টি প্রকল্পের জন্য চীনের কাছে ছয় বিলিয়ন ডলার চেয়েছে বাংলাদেশ এই প্রকল্প এর অন্তর্ভুক্ত।

তবে প্রকল্পটির অর্থ কবে ছাড় করা হবে এবং প্রকল্পের সার্বিক বিষয়ে জানতে ঢাকাস্থ চীনা দূতাবাসে ইমেইল পাঠানো হলেও কোনো জবাব মেলেনি।

পরিবেশবাদীরা বলছেন, তিস্তায় পলির হার মারাত্মকভাবে বেশি। তাই নদীর চরিত্র অনুযায়ী পরিকল্পনা করে প্রকল্প বাস্তবায়ন করা না হলে সর্বনাশ হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা।