জকিগঞ্জ সড়ক দ্রুত সংস্কার করুন

ডেস্ক রিপোর্ট :

জকিগঞ্জ এসোসিয়েশন সিলেটের বার্ষিক সাধারণ সভা সম্পন্ন হয়েছে। শুক্রবার রাতে সিলেট নগরীর শিবগঞ্জে একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সাধারণ সভায় এসোসিয়েশনের আহবায়ক আফতাব হোসেন চৌধুরী কয়েসের সভাপতিত্বে ও আখতার হোসেন রাজুর পরিচালনায় মাজহারুল ইসলাম জয়নালের কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আব্দুস সবুর।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি জকিগঞ্জ উপজেলার চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদার, বিশেষ অতিথি জকিগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান শাব্বীর আহমদ, জকিগঞ্জ গুনিজন সংবর্ধনা পরিষদের সভাপতি প্রিন্সিপাল এমএ মতিন, জকিগঞ্জ একতা ফোরামের সভাপতি এম মুকিত চৌধুরী, ফজলুল হক খান, মহীউদ্দিন আহমদ, ডা. মোস্তফা শাহজামান চৌধুরী বাহার, এসোসিয়েশনের সদস্য সচিব অ্যাডভোকেট সিরাজুল হক, আব্দুল জলিল, আব্দুস শহীদ মাসুক, চৌধুরী হেলাল আহমদ, মর্তুজা আহমদ চৌধুরী, আব্দুল ওয়াদুদ, চ্যানেল এস’র প্রতিনিধি হোসাইন আহমেদ সুজাদ, আব্দুল হান্নান তাপাদার, হারুন রশীদ, আব্দুল্লাহ আল মামুন শ্যামল, শাহীন আহমদ, শহীদুর রহমান তাপাদার, আব্দুর রহমান সিদ্দিকী, তুহিনুল হক চৌধুরী টুটুল, এমাদ উদ্দিন, আব্দুল ফাত্তাহ ফাহিম, জকিগঞ্জ ছাত্র পরিষদের আহবায়ক সাজু ইবনে হান্নান খান, যুগ্ম-আহবায়ক ওলী চৌধুরী, জাকির হোসেন, শাহীন আহমদ তাপাদার, বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) সিলেটের সাধারণ সম্পাদক এএসএম জি কিবরিয়া প্রমুখ। দ্বিতীয় অধিবেশনে আগামী ৩ বছরের জন্য আফতাব হোসেন চৌধুরী কয়েস সভাপতি, অ্যাডভোকেট সিরাজুল হক সাধারন সম্পাদক ও আখতার হোসেন রাজুকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

সভায় সিলেট-জকিগঞ্জ সড়ক দ্রুত সংস্কারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।