শাহপরাণ সাহিত্য ফোরামের আসর অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট :

শাহপরাণ সাহিত্য ফোরাম সিলেট এর ৮ম নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসর শুক্রবার বিকেল ৪টায় আম্বরখানাস্থ মান্নান সুপার মার্কেটে অনুষ্ঠিত হয়।

শাহপরান সাহিত্য ফোরাম এর সভাপতি কলামিস্ট ডাঃ মাওলানা লোকমান হেকিমের সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক, ইংরেজি ম্যাগাজিন দি আর্থ অব অটোগ্রাফ এর সম্পাদক আব্দুল কাদির জীবনের পরিচালনায় সাহিত্য আড্ডা শুরু হয়।

সাহিত্য আসরে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ মোঃ শওকত আলী।

আলোচনা ও লেখা পাঠে অংশ গহণ করেন সংগঠনের সহসভাপতি উপন্যাসিক সিরাজুল হক, ব্যাংকার এ.এফ.এম শহিদুল ইসলাম সেলিম, কবি সৈয়দ আছলাম হুসেন, সাধারণ সম্পাদক মির্জা ফুয়াদ, আওলাদ হুসেন, কবি কামাল আহমদ, কবি জয়নাল আবেদীন বেগ, কবি বুরহান উদ্দিন, সৈয়দ বেলাল আহমদ নিহাল হোসেন খান, রুহুল আমীন, আল আমিন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা জয়নাল আবেদীন। সংগীত পরিবেশন করেন শাহরিয়ার।