ব্রিট্রেনে কাউন্সিল নির্বাচিত হলেন ফেঞ্চুগঞ্জের সুফিয়া

admin
প্রকাশিত মে ৫, ২০১৮
ব্রিট্রেনে কাউন্সিল নির্বাচিত হলেন ফেঞ্চুগঞ্জের সুফিয়া

 

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি :

লন্ডন পপলার লেবার পাটি থেকে নির্বাচন করে কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন সিলেট ফেঞ্চুগঞ্জের সুফিয়া আলম তানিয়া।

ব্রিটেনের কাউন্সিল সুফিয়া আলম তানিয়া সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার রাজনপুর গ্রামের আলমগীর হোসেনের কন্যা।

সুফিয়া আলম তানিয়ার এ সম্মানার্জনে অভিনন্দন জানিয়েছেন উপজেলার সকল শ্রেনী পেশার জনতা।