গ্লোবাল সোস্যাল ওয়েলফেয়ারের আর্থিক অনুদান

 

ডেস্ক রিপোর্ট :

গ্লোবাল সোস্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট সিলেট জেলা শাখার উদ্যোগে শিশু লামিয়ার হৃদরোগে আক্রান্ত চিকিৎসার আর্থিক অনুদান প্রদান করা হয়। শুক্রবার বিকেলে বটেশ্বর পীরের বাজার লামিয়ার বাড়িতে গিয়ে গ্লোবাল সোস্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট ইন্টারন্যাশনাল কমিটির সহযোগিতায় নেতৃবৃন্দ তাকে নগদ অর্থ প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মাওলানা আব্দুল আউয়াল, সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি চৌধুরী জাকারিয়া পল­ব, কেন্দ্রীয় কমিটির মুখপাত্র ও সিলেট জেলার সভাপতি আলী আহসান হাবীব, সহ সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান খান, দপ্তর সম্পাদক আব্দুল­াহ খোকন, সমাজসেবা সম্পাদক মাওলানা আব্দুর রশিদ, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আলাজুর রহমান, সিলেট জেলা শাখার সহ সমাজসেবা সম্পাদক সাদী মো. তারেক, সদস্য শাকিম আহমদ ও সিলেট মহানগরের সদস্য ইসলাম উদ্দিন প্রমুখ।