মানবতার সেবায় যমুনা গ্রুপের চেযারম্যান নুরুল ইসলাম বাবুল

 

শাহ তাজুল ইসলাম রুমেল:

মানবতার সেবায় এগিয়ে এসেছেন যমুনা গ্রুপঅব কোম্পানির চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুল। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে যমুনা গ্রæপের পক্ষ থেকে ১০ কোটি টাকার চেক হস্তান্তর করেন ।

নুরুল ইসলাম বাবুল জানান. প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে করোনা ভাইরাসের অসয়হায় মানুষের জন্য ১০ কোটি টাকা অনুদান দিয়েছেন। এ সময় তিনি সিলেট বিভাগের খোঁজ খবর নেন।

সাহায্যর সময় প্রচারে বিশ্বাসী নন বাবুল পরিবার ও কাছের মানুষের অনুরোধে ১০ কোটি টাকার অনুদান প্রদানের বিষয়টি প্রকাশ পায়। গোপনে দান করা তার কাছে ভালো রাগে।

সফল শিল্পপতি দেশের মানুষের কর্মসংস্থানের ও দেশকে উন্নত বিশ্বের দরবারে পৌঁছানোর বিশাল অবদান বয়ে যাচ্ছে আমাদের সোনার বাংলাদেশে ।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময়ও বঙ্গবন্ধুর ডাকে ঝাপিয়ে পড়েছিলেন দেশের কল্যাণে, মানুষের কল্যাণে। তাদের কারণেই আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ ।

দেশের কল্যাণে দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় দিনরাত একের পর এক শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলছেন এদেশের বুকে। আমাদের জন্মভূমি আমাদের বাংলাদেশে ।

নুরুল ইসলাম বাবুল বলেন, এদেশে অনেক শিল্পপতি আছেন। যারা দেশের বিনিয়োগগ থেকে দেশের বাহিরে বিনিয়োগে আগ্রহী বেশি । কিন্তু আমি অন্য সবার চেয়ে আলাদা সব সময় মনে প্রাণে দেশকে ভাল কিছু উপহার দিতে চাই ।

এতে শুধু দেশের দেশ ও মানুষ উন্নতির ধাপে এগিয়ে যাচ্ছে। আমার মত অনেক শিল্পপতিরা দেশ ও দেশের মানুষের পাশে নিবেদিত ।

উন্নত বিশ্বের তালিকায় প্রথম সারিতে যখন বাংলাদেশ থাকবে সেই দিন হয়তো আমি থাকবো না। থাকবে আমার প্রতিষ্ঠান ,থাকবে আমার দেশ, থাকবে আমার দেশের মানুষ। তাই দেশের মানুষ দেশের পণ্য ব্যবহার করুন। স্বপ্নের বাংলাদেশ সত্যিকারের মধ্যম আয়ের দেশ ছেড়ে উন্নত দেশের তালিকা পৌঁছবে বলে তিনি আশাবাদী ।

এদেশের মানুষের উদ্দেশে তিনি বলেন, দুর্যোগ পরিস্থিতির সময় দেশের কল্যাণে সব সময় থাকার চেষ্টা করব। সামর্থ্য অনুযায়ী প্রতিটি মানুষের কাছে থাকব। এই মহামারী বিপদের সময় সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার হৃদয় বান মানুষগুলো যেভাবে নিজস্ব উদ্যোগে এগিয়ে আসছেন তা প্রশংসার দাবি রাখে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে সংশ্লিষ্ট নীতিনির্ধারকরা বিশেষ করে পুলিশ বাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ;ায়িত্ব পালন করছেন দেশ প্রেমের অনুপ্রেরণায়।