নিজস্ব প্রতিবেদক:
সিলেট শহরতলির বিভিন্ন বাজারে দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার আয়োজনে জীবানুনাশক স্প্রে করা হয়েছে। বিতরণ করা হয়েছে মাস্ক। শুক্রবার রাতে ওই কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
সিলেট বিভাগীয় ব্যুরো প্রধান মুজিবুর রহমান ডালিম ও ফটো সাংবাদিক তাওহিদুল ইসলাম ফাহিম ওই কর্মসূচি বাস্তবায়ন করেন। সাথে ছিলেন স্বেচ্ছাসেবক তানভির আহমদ।
সিলেট শহরতলির শাহপরান বাজার, বিআইডিসি বাজার, খাদিম চৌমুনা তিনটি পেট্রোল পাম্প, দাসপাড়া, পরগনা, পীরের বাজার, বটেশ্বর এলাকার সর্বত্র জীবানুনাশক স্প্রে করা হয়। এসময় রাস্তায় চলাচল করা সাধারণ মানুষের হাতে মাস্ক তুলে দেয়া হয়।
সাংবাদিক মুজিবুর রহমান ডালিম জানান, দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার সম্পাদকের নির্দেশনায় ওই কর্মসূচি হাতে নেয়া হয়েছে। এই কর্মসূচি অব্যাহত থাকবে।