কানাইঘাটের মসজিদের মাইকে করোনা সচেতনতার প্রচারণার উদ্যোগ-ওসি দোহা

 

নিজস্ব প্রতিবেদক:

কানাইঘাট থানার প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারদের প্রতি করোনাভাইরাস নিয়ে নির্দেশনা দেয়া হয়েছে। করোনাভাইরাস নিয়ে কোনো সন্দেহ সৃষ্টি হলে তা নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে জানাতে বলা হয়েছে। বিশেষ করে প্রবাস ফেরত নাগরিকদের উপর নজরদারী রাখার জন্যে অনুরোধ করা হয়েছে। কারণ প্রবাস ফেরত নাগরিকরা সাধারণত পরিবারের সদস্যদের সাথে সময় কাটাতে চান। তাই তারা প্রবাস ফেরতের বিষয়টি গোপন রাখার চেষ্টা করেন। যা কোনোভাবেই কাম্য নয়। দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে প্রবাসীদের সচেতন হওয়া প্রয়োজন।

সিলেটের কানাইঘাট থানার অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম কানাইঘাটের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন ওইভাবে।

তিন বলেন, কানাইঘাটের বিশাল এক জনগোষ্ঠী প্রবাসে বসবাস করেন। তাদের অনেকেই প্রতি বছর বাড়িতে আসেন। বর্তমান সময়ে যারাই বাড়িতে আসবেন, তাদের প্রতি নজর রাখার ব্যবস্থা রাখা হয়েছে। একজন প্রবাসীর জন্যে কোনো এলাকা যাতে হুমকীর মুখে না পড়ে সেজন্যে ইতোমধ্যে নানা পদক্ষেপ হাতে নেয়া হয়েছে।

ওসি দোহা বলেন, ২১ মার্চ থেকে পুলিশ সপ্তাহ শুরু হবে। ওই সময়টা আরো বেশি কাজে লাগানো হবে। প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের আজানের পূর্বে করোনাভাইরাস সম্পর্কে সচেতনতার মেসেজ দেয়া হবে মাইকে। আশা করছি এই প্রচারণা ব্যাপকভাবে কাজে আসবে।

তিনি বলেন, সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। এখন সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা অভিভাবকদের মাধ্যমে করোনাভাইরাস সম্পর্কে সচেতনতা প্রচারণার কাজ করবেন। এই প্রচারণাও ব্যাপকভাবে কাজে আসবে।

ওসি দোহা বলেন, পুলিশ সপ্তাহ শুরু হওয়ার পর কানাইঘাটের গ্রামীণ জনপদ পর্যায়ে লিফলেট বিতরণ করা হবে। যে লিফলেটে করোনার সচেতনতা সম্পর্কে বলা থাকবে।