জিএম কাদের সঙ্গে দেখা করলেন সিলেট জাপার তৃণমূল নেতাকর্মী

 

ডেস্ক রিপোর্ট:

সিলেট জেলা জাতীয় পার্টির তৃণমূল নেতাকর্মীরা সাক্ষাত করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের সাথে সাক্ষাৎ করেছেন। ঢাকার বনানীতে কাদেরের কার্যালয়ে গিয়ে তারা সাক্ষাৎ করেন।

জেলা জাতীয় পার্টির (তৃণমূল) আহবায়ক ইশরাকুল হোসেন শামীম সংবাদপত্রে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, জিএম কাদের সিলেটের তৃণমূল নেতাকর্মীদের খোঁজখবর নেয়াসহ সাংগঠনিক বিষয়ে আলোচনা করেছেন। এসময় সিলেট জেলা জাতীয় পার্টির (তৃণমূল) আহ্বায়ক কমিটির সদস্যরা দলীয় বিষয়ে তাদের অবস্থান কাদেরকে অবহিত করেন। হোসেইন মুহাম্মদ এরশাদের হাতে গড়া সংগঠন জাতীয় পার্টির মাঠ পর্যায়ের নেতাকর্মীদের মূল্যায়ন করবেন বলে আশ্বাস প্রদান করেন জিএম কাদের।

সাক্ষাতে মার্চের মাঝামাঝিতে সিলেটে তৃণমূল কর্মী সম্মেলন অনুষ্ঠান আয়োজনের বিষয়েও আলোচনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সাবেক এমপি ইয়াহিয়া চৌধুরী এহিয়া, সিলেট জেলা জাপার আহবায়ক ইশরাকুল হোসেন শামীম, যুগ্ম আহবায়ক মুজিবুর রহমান মুজিব, কেন্দ্রীয় সদস্য সাইদুর রহমান চৌধুরী রূপা, যুগ্ম আহবায়ক সুফি মাহমুদ, নাজমুল ইসলাম,হেলাল আহমদ লস্কর, সদস্যসচিব আহসান হাবিব মঈন, সদস্য মামুনুর রশীদ মামুন, সিরাজ মিয়া, আব্দুল হক শিকদার, আসাদুজ্জামান জুম্মান, সাজিদ আলী, জাকির হোসেন সানা মিয়া, হাসান সাজ্জাদ, হোসেন ও মামুন আহমদ প্রমুখ।