বানর থেকে রক্ষা পেতে পরামর্শ সভার আয়োজন

 

নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় শত শত বানর কর্তৃক শিশু কিশোর মহিলা পুরুষদের উপর যখন তখন হামলে গড়ে রক্তাক্ত জখম করা, মানুষের বাড়িঘরে প্রবেশ করে আতংক ছড়ানো ও মালামাল তছনছ করা, উঠতি গাছ গাছালি ও ফল ফলাদি নষ্ট করা সহ নানা উপদ্রব দীর্ঘদিন থেকে চালিয়ে যাচ্ছে। বানরের এহেন বেপরোয়া আর নির্মম আচরনে সংশ্লিষ্ট এলাকার মানুষজন অতীষ্ঠ হয়ে পড়েছেন।
বন্যপ্রাণী বানরের সুরক্ষা, সংশ্লিষ্ট এলাকার মানুষজনদের বানরের অত্যাচার থেকে বাঁচানো এবং জননিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে কী করনীয় এ লক্ষ্যে সিলেটের বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, সাংবাদিক সহ সকলের সমন্বয়ে সংশ্লিষ্ট এলাকাবাসীর উদ্যোগে এক জরুরী পরামর্শ সভার আয়োজন করা হয়েছে।
পরামর্শ সভা ৬ মে রোববার রাত সাড়ে আটটায় নগরীর শাহী ঈদগাহ মিতা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হবে। যথাসময়ে এ পরামর্শ সভায় উপস্থিত থেকে সুনির্দিষ্ট মতামত ব্যক্ত করার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।