সিলেট জেলা জাতীয় পার্টির পাল্টা বিবৃতি

 

ডেস্ক রিপোর্ট

সিলেট জেলা জাতীয় পার্টির (তৃণমূল কর্মীদের সমন্বয়ে গঠিত) সদস্য সচিব আহসান হাবিব মঈন এক বিবৃতিতে তীব্র প্রতিবাদ জানিয়েছেন তথাকতিথ সম্মেলন প্রস্তুতি কমিটির দেয়া বিবৃতিকে।

আহসান হাবিব মঈন বলেন, তথাকথিত তথাকতিথ সম্মেলন প্রস্তুতি কমিটি বিভ্রান্তিকর বিবৃতি দিয়ে জাতীয় পার্টির দুর্দিনের কান্ডারি কর্মীদের নিয়ে ধৃষ্টতাপূর্ণ বিবৃতি দিয়েছেন। যা দেয়ার কারো অধিকার নেই। পল্লীবন্ধু এরশাদের হাতে গড়া সংগঠন জাতীয় পার্টিকে কেউ ধ্বংস করতে চাইলে তা প্রতিহত করবে জাতীয় পার্টির তৃণমূল নেতাকর্মীরা। উড়ে এসে কেউ যদি জুরে বসে রাজনীতির নামে অপরাজনীতি করতে চায় তার জবাব দিতে গ্রাম পর্যায়ের একজন কর্মীরও অধিকার আছে। ঘোলা পানিতে মাছ শিকার করে যারা আয়েশি জীবন যাপন করতে চায় তাদের স্থান নেই জাতীয় পার্টিতে।

আহসান হাবিব বলেন, জাতীয় পার্টির তৃণমুল নেতাকর্মীদে বাদ দিয়ে সম্মেলনের নামে পদপদবীর ভাগ বাটোয়ারা করার কোনো নাটক মঞ্চস্থ করতে দেয়া হবে না সিলেটে। বিষয়টি আঁচ করতে পেরে ওই কমিটির আহŸায়ক ও সদস্য সচিব বিবৃতি দিয়ে নিজেদের রক্ষার চেষ্টা করছে। সেই সঙ্গে উস্কানিও দিচ্ছে। যা কোনোভাবেই শোভনীয় নয়।

বিবৃতিতে বলা হয়, সিলেটের প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন, পৌরসভা ও উপজেলা জাতীয় পার্টির নেতাকর্মীরা আমাদের সাথে আছেন। মঈন বলেন, সম্মেলন প্রস্তুতি কমিটির ১৩ সদস্যের মধ্যে আমিও একজন। তৃণমূল নেতাকর্মীর মতামত ছাড়া তথাকতিথ সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন হওয়ায় আমি এই কমিটির সাথে সম্পৃক্ত হতে পারি না। তাই তৃণমূল নেতাকর্মীদের নিয়ে সিলেটে ঝাকজমকপূর্ণ একটি সম্মেলন উপহার দেব।