মহান মে দিবসে মেজরটিলায় লাল পতাকা র‌্যালি

 
ডেস্ক রিপোর্ট : মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক ঐক্য ও সংহতি দিবস উপলক্ষে লাল পতাকা র‌্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সিলেটের মেজরটিলা বাজারে সিলেট জেলা অটোরিকশা, সিএনজি শ্রমিক ইউনিয়ন রেজি-নং ৭০৭ এর অন্তর্ভুক্ত তামাবিল উপ-পরিষদ আওতাধীন সৈয়দ জাহান (রহ.) স্ট্যান্ডের উদ্যোগে র‌্যালি ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা অটোরিকশা, সিএনজি শ্রমিক ইউনিয়ন রেজি-নং ৭০৭ এর সভাপতি জাকারিয়া আহমদ।

বিশেষ অতিথি ছিলেন সহসভাপতি মানিক খান, শাহপরান উপ-পরিষদের সভাপতি মালাই মিয়া, তামাবিল উপ-পরিষদের সাধারণ সম্পাদক মল্লিক আহমদ।

মেজরটিলা সৈয়দ জাহান (রহ.) স্ট্যান্ডের সভাপতি লতিফ মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাকিল আহমদ ও সহ-সাধারণ সম্পাদক সেলিম আহমদের যৌথ পরিচালনায় উপস্থিত ছিলেন সদস্য শুকুর মিয়া, মকবুল মিয়া, নুর ইসলাম, মো. আব্দুল হান্নান, হীরা মিয়া, মাসুক আহমদ, রুবেল মিয়া, আ: লতিফ, রুহেল আহমদ, উনাই মিয়া, সাবউদ্দিন, মোমেন, তালেব, পারভেজ প্রমুখ।