কুলাউরার নারী চোরাকারবারীসহ ৪ জন সিলেটে গ্রেফতার

 

ডেস্ক রিপোর্ট:

সিলেট নগরীর টিলাগড় এলাকায় পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য, একটি প্রাইভেট গাড়ি ও নারীসহ চার চোরকারবারীকে গ্রেফতার করেছে। বুধবার গভীর রাতে শাহপরান থানা পুলিশের একটি টহল দল ওই অভিযান চালায়।

গ্রেফতারকৃতরা হলো মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার সাদেকপুর গ্রামের দুতকংলা, সোনাপুর গ্রামের মো. লিটন মিয়া, সাদেকপুর গ্রামের বুলবুল মিয়া ও জুড়ী থানার পশ্চিম বাতলি গ্রামের খন্দকার মাহমুদ সুলতান মুরাদ।

জব্দ করা মালামালের মধ্যে রয়েছে, ভারতীয় চাদর, কাপড় ধোয়ার ব্রাশ, স্যান্ডেল, দিরাহিম, নেপি, বøাউজ, দেখিয়াম, দিয়া কার্চা, চরং, ধারা, ষ্কার্ট, দিয়া কার্চা জুয়াই, দেকেব, পার্স ব্যাগ, দেকেব স্তাং, ফ্ল্যাট জুতা ও একটি সাদা রংয়ের কালো বনেটযুক্ত প্রাইভেটকার। যাহার রেজি নং-ঢাকা মেট্রো-খ ১১-৪১৮৬।

এসএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার জেদান আল মুসা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ভারত থেকে অবৈধ পথে দেশে এনে জাফলং থেকে কুলাউড়া যাওয়ার সময় প্রাইভেট কারটি রাস্তার দুই স্থানে পুলিশের সিগন্যাল অমান্য করে। ওই অবস্থায় পুলিশের সকল টহল দল গাড়িটি আটকের চেষ্টা করে। গাড়িটি সিলেট শহরতলির সুরমা গেইট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা খায়। এর পরপরই পুলিশ নগরীর টিলাগরে ব্যারিকেড দিয়ে গাড়িটি আটক করে। গাড়ি তল্লাশি করে উদ্ধার করা হয় ভারতীয় পণ্য। এই ঘটনায় শাহপরান থানায় মামলা হয়েছে।