জুড়ীতে ইয়াবাসহ কামরুল গ্রেফতার

 

ডেস্ক রিপোর্ট:

মৌলভীবাজার জেলার জুড়ী থানার দক্ষিণ সাগরনাল এলাকায় র‌্যাব-৯ এর একটি টিম অভিযান চালিয়ে ২০৩ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। গ্রেফতার মো. কামরুল ইসলাম জুড়ী থানার দক্ষিণ সাগরনাল গ্রামের আবদুল মন্নাফের পুত্র।

র‌্যাব-৯ এর অতিরিক্তি পুলিশ সুপার মো. সামিউল আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ব্যাটালিয়ন-৯, সিপিসি-২, (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি আভিযানিক দল এএসপি মোঃ আব্দুল খালেক এর নেতৃত্বে ১৭ ফেব্রæয়ারি ওই অভিযান চালানো হয়।

গ্রেফতার রাজুকে আলামতসহ জুড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।