সাংবাদিকতায় কতিপয় শয়তান ঢুকেছে……….

 

আ. ফ. ম সাঈদ:

সাংবাদিকতায় যে কতিপয় শয়তান ঢুকেছে, আবার এর বাস্তব প্রমাণ পাওয়া গেল। পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সোমবার ঢাকায় এক অনুষ্ঠানে বিজ্ঞানীদের উদ্দেশে বলেন, কচুরিপানা নিয়ে কিছু করা যায় কি না দেখবেন। তারপর হাসতে হাসতে মজা করে বলেন, গরু খেতে পারলে আমরা পারব না কেন? হেসে বলেন, কথাটা এমনিতে বললাম।
কিন্তু মন্ত্রীর এই কথাকে কতিপয় গরু সাংবাদিক লিখেছে যে, তিনি সবাইকে কচুরিপানা খাওয়ার পরামর্শ দিয়েছেন!

ধিক্কার শত ধিক্কার এ ধরনের শয়তান-গরু সাংবাদিকদের। এদেরকেই কচুরিপানা খাওয়ানো দরকার।

 

 

লেখক: সিলেটের প্রবীন সাংবাদিক