নর্থ ইস্ট ইউনিভার্সিটির আধুনিক ক্যান্টিন উদ্বোধন

 

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর তেলিহাওরস্থ ক্যাম্পাসে আধুনিক মানসম্মত ক্যান্টিন উদ্বোধন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী বৃহস্পতিবার আধুনিক এই ক্যান্টিনটির উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যবসা প্রশাসন অনুষদের ডীন প্রফেসর ড.তোফায়েল আহমদ, পাবলিক হেলথ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডাঃ রঞ্জিত কুমার দে, রেজিস্ট্রার সৈয়দ গোলাম কিবরিয়া, সহযোগী অধ্যাপক মোঃ তানভীর আহমদ চৌধুরীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী আশা প্রকাশ করেন যে, বিশ্ববিদ্যালয়ের সকলে ক্যান্টিন থেকে

সুলভ মূল্যে মানসম্মত খাবার পাবেন। ক্যান্টিনে দেশী খাবারের পাশাপাশি বিভিন্ন ধরনের ফাস্ট ফুডের সমারোহ রয়েছে। ক্যান্টিন উদ্বোধন উপলক্ষে এক মিলাদ মাহফিলের আয়োজন করা হয় এবং মিলাদ শেষে উপস্থিত অতিথিবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্যান্টিন থেকে আপ্যায়ন করা হয়। ক্যান্টিনটি পরিচালনার সার্বিক দায়িত্বে রয়েছে ‘সিলেট ফুড প্যালেস’।