কানাইঘাটে ৩ ইউনিয়নে ভিট পুলিশিং সভা

 

ডেস্ক রিপোর্ট:

সিলেটের কানাইঘাট লক্ষীপ্রসাদ পূর্ব, দিঘীরপার পূর্ব ও সাতবাঁক ইউপি ভিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী পৃথকভাবে কানাইঘাটে থানা পুলিশের উদ্যোগে আয়োজিত ভিট পুলিশিং সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম।

সংশ্লিষ্ট ইউনিয়ন ভিট পুলিশিং কর্মকর্তাদের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন লক্ষীপ্রসাদ পূর্ব ইউপির চেয়ারম্যান ফয়েজ আহমদ, দিঘীরপার ইউপি চেয়ারম্যান আলী হোসেন কাজল, সাতবাঁক ইউপি চেয়ারম্যান আব্দুল মন্নানসহ ইউনিয়নের পরিষদের ইউপি সদস্যবৃন্দ, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ সহ সচেতন মহল।

ভিট পুলিশিং সভায় ওসি শামসুদ্দোহা পিপিএম বলেন, প্রতিটি ইউনিয়নে সার্বিক আইনশৃংখলার উন্নয়নে ভিট পুলিশিং ব্যবস্থা চালু করা হয়েছে। এর মূল উদ্দেশ্য হচ্ছে, জনপ্রতিনিধিসহ সমাজের বিশিষ্টজনদের নিয়ে নিজ নিজ এলাকার অপরাধ মূলক কর্মকান্ড বন্ধসহ সবধরনের সমাজ বিরোধী কার্যকলাপ প্রতিরোধকরা। ছোট খাটো অভিযোগ ইউনিয়ন ভিট পুলিশিং কর্মকর্তার সমন্বয়ে ইউনিয়ন পরিষদে বসে জনপ্রতিনিধিসহ সবাইকে নিয়ে নিষ্পত্তি করা। এক্ষেত্রে ভিট পুলিশিং কার্যক্রমকে সহযোগিতা করার তিনি সকল মহলের প্রতি আহŸান জানান।