সুনামগঞ্জে রোড শো উদ্বোধন

সুনামগঞ্জ প্রতিনিধি : “গানে গানে, পথে পথে, সুখের জয়যাত্রা” এই ¯েøাগানকে সামনে রেখে সুনামগঞ্জে রোড শো উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় শহরের শহীদ আবুল হোসেন মিনলায়তনে আইইএম ইউনিট পরিবার পরিকল্পনা অধিদপ্তর ঢাকার আয়োজনে ও সুনামগঞ্জ পরিবার পরিকল্পনার ব্যবস্থাপনায় সিলেট (বিভাগ) পরিবার পরিকল্পনা পরিচালক ও যুগ্ম সচিব মো.কুতুব উদ্দিনের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ ৪ আসনের সাংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো.সাবিরুল ইসলাম, সিভিল সার্জন আশুতোষ দাশ, অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুল্লাহ, এছাড়া ও অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সুনামগঞ্জ পরিবার পরিকল্পনার উপ-পরিচালক মোজাম্মেল হক।
আলোচনা সভা পরে রোড শো বেলুন উড়িয়ে উদ্বোধন করেন অতিথিরা। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।