ডেস্ক রিপোর্ট : “শ্রমিক মালিক ভাই ভাই সোনার বাংলা গড়তে চাই” এ প্রতিপ্রাদ্য বিষয়কে সামনে রেখে সিলেট জেলা প্রশাসন ও আঞ্চলিক শ্রম দপ্তরের যৌথ উদ্যোগে মহান মে দিবস উপলক্ষে মঙ্গলবার সকালে নগরীতে একটি র্যালি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কবি নজরুল ইসলাম অডিটোরিয়ামে আলোচনা সভার মাধ্যমে শেষ হয়।
সিলেট জেলা প্রশাসক নুমেরী জামানের সভাপতিত্বে র্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট বিভাগীয় কমিশনার ড.নাজমানারা খানুম, কেন্দ্রীয় আওয়ামীলীগের নির্বাহী সদস্য,মহানগর আওয়ামীলীগের সভাপতি ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, কেন্দ্রীয় শ্রমিকলীগের সহ-সভাপতি জেলা শ্রমিকলীগের সভাপতি প্রকৌশলী এজাজুল হক এজাজ, মহানগর শ্রমিকলীগের সভাপতি এম শাহরিয়ার কবির সেলিম, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শামীম রশিদ চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার পরিতোষ ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক দেবজিৎ সিংহ,ডি আইজি অফিসের পুলিশ সুপার নুরুল ইসলাম, সিলেট আঞ্চলিক শ্রম দপ্তরের উপ-পরিচালক কাজী শহিদুল ইসলাম. সহকারী পরিচালক মো.শফিকুর রহমান.শেখ তোফায়েল আহমদ শেপুল, মকবুল হোসেন খান প্রমুখ।