সিলেট-জকিগঞ্জ সড়ক দ্রæত সংস্কারের জোর দাবি

দীর্ঘদিন যাবৎ সংস্কারের অভাবে জনগণের মরণ ফাঁদে পরিণত হওয়া সিলেট-জকিগঞ্জ সড়ক দ্রæত সংস্কারের জোর দাবী জানিয়েছেন হাফিজ মাছুম আহমদ দুধরচকী।
গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি বলেন, সিলেট-জকিগঞ্জ সড়ক হচ্ছে সীমান্তবর্তী জনবহুল এলাকা জকিগঞ্জ উপজেলার জনসাধারণের চলাচলের একমাত্র প্রধান সড়ক। পাশাপাশি সিলেটের সাথে কানাইঘাট-বিয়ানীবাজার-গোলাপগঞ্জ- বড়লেখার যানবাহন যাতায়াত করে এ সড়ক দিয়ে। শুধু তাই নয়, এ সড়ক দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জকিগঞ্জ কাস্টমস ও জকিগঞ্জ ইমিগ্রেশন দিয়ে ভারতের সাথে রয়েছে ব্যবসা ও যাতায়াত। অত্যান্ত পরিতাপের বিষয় হচ্ছে বিগত কয়েক বছর যাবৎ গুরুত্বপূর্ণ এই সড়কের অবর্ণনীয় বেহাল দশার সংস্কারে কোন ধরনের ব্যবস্থা গ্রহন না করার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনায় অঙ্গহানি এবং প্রাণহানি ঘটছে। তারপরও জনগণ নিরুপায় হয়ে জীবন ঝুঁকি নিয়ে এই সড়ক দিয়েই চলাচল করতে হচ্ছে। সরকারের দায়িত্বশীলদের পক্ষ থেকে সড়ক সংস্কারের বিষয়ে কয়েকদিন পরপর বাজেট ও অর্থ বরাদ্দের নানান কিচ্ছা-কাহিনীর আমরা শোনে আসছি। কিন্তু সংস্কার কাজের উদ্ভোধনী নামফলক লাগানো ছাড়া কাজের কাজ কিছুই হয়নি।
বিবৃতিতে হাফিজ মাছুম আহমদ দুধরচকী সড়ক সংস্কারের দাবীতে বিভিন্ন সামাজিক সংগঠনের চলমান আন্দোলন সংগ্রামের সাথে একাত্মতা পোষণ করে আন্দোলনে সম্পৃক্ত সকল ব্যক্তি ও সংগঠনকে আন্তরিক মোবারকবাদ জানান এবং তাঁর অকুণ্ঠ সমর্থন জানিয়ে বলেন, জনগণের অধিকার আদায়ের ন্যায় সঙ্গত আন্দোলন সংগ্রামে আমি আপনাদের পাশে আছি এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকবো।