কুলাউড়ায় ছায়াবৃক্ষ চাপায় নারী চা শ্রমিক নিহত

 

ডেস্ক রিপোর্ট:

মৌলভীবাজারের কুলাউড়ায় মেরিনা চা বাগানে ছায়াবৃক্ষের চাপায় মরিয়ম মুন্ডা (৩৮) নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে ট্রান্সকম গ্রুপের মালিকানাধীন মেরিনা চা বাগানের ৪নং সেকশনে এ ঘটনাটি ঘটে। মরিয়ম উপজেলার জয়চন্ডি ইউনিয়নের বৈঠাং জালাই এলাকার বিপুল মুন্ডার স্ত্রী।

জানা যায়, মঙ্গলবার বাগানের শেড ট্রির (ছায়া বৃক্ষ) ডালপালা ছাটাই করছিলেন শ্রমিকরা। কাজ শেষে ৪নং সেকশন দিয়ে হেটে যাচ্ছিলেন নারী শ্রমিকরা। ওই সময় নারী শ্রমিক মরিয়ম মুন্ডার ওপর গাছ গাছের ডাল আছড়ে পড়ে। পরে দ্রুত তাকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মরিয়মকে মৃত ঘোষণা করেন।

মেরিনা চা বাগানের ব্যবস্থাপক মো. রবিউল হাসান জানান, অনাকাঙ্ক্ষিত এ দুর্ঘটনায় আমাদের চা বাগানের নিয়মিত শ্রমিক মরিয়ম মারা যান। আমরা বাগান কর্তৃপক্ষ তার পরিবারকে সকল ধরণের সহযোগিতা করবো। শ্রমিকদের দাবির প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া আইনি প্রক্রিয়ায় মরিয়মের লাশ পরিবারের কাছে হস্তান্তরের জন্য প্রশাসনের সাথে আলাপ করছি।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়ারদৌস হাসান মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, আইন অনুযায়ী মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।