চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এম এ হক

 

দীর্ঘদিন সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আলহাজ্ব এম. এ হক।

বুধবার বিকেলে তিনি সিঙ্গাপুর থেকে সিলেটে আসেন। তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিতে তাঁর যতরপুরস্থ বাসায় যান বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা সিলেটের কৃতি সন্তান ড. মো: ইনামুল হক চৌধুরী। এসময় তিনি বর্ষিয়ান রাজনীতিবিদ সাবেক সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা ও মহানগর বিএনপির সাবেক সভাপতি জননেতা আলহাজ্ব এম. এ হকের সর্বশেষ শারীরিক অবস্থা এবং চিকিৎসার খোঁজ নেন।

এসময় উপস্থিত ছিলেন- সিলেট মহানগর বিএনপির নির্বাচিত সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, ছাত্রদল নেতা ডা: শাকিল রহমান ও নাসির উদ্দিন রহীম প্রমুখ। বিজ্ঞপ্তি