শাহপরানের সাদিককে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ

 

ডেস্ক রিপোর্ট:

ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ করেছিল বাংলাদেশি এক যুবক। ওই যুবককে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। শনিবার (৮ ফেব্রুয়য়ারী) সকাল ১১টায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এ যুবককে মৌলভীবাজারের কুলাউড়ার শরীফপুর সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবি সদস্যদের কাছে হস্তান্তর করে।

বিজিবি সূত্র জানায়, এক মাস পূর্বে সিলেট অঞ্চলের একটি সীমান্ত দিয়ে সিলেট মহানগরীর শাহপরান এলাকার মো. কুতুব উদ্দীনের ছেলে সাদিক মাহমুদ (২২) নামের এক যুবক ভারতে অবৈধভাবে প্রবেশ করেন। ভারতীয় পুলিশের কাছে ধরা পড়ে কারাভোগও করেছেন তিনি। মাহমুদের কারাভোগ শেষে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী (বিএসএফ) কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্তের চাতলাপুর চেকপোস্ট এলাকায় আনুষ্ঠানিক বৈঠক করে তাকে বিজিবির কাছে হস্তান্তর করে।

চাতলাপুর বিজিবি কোম্পানী কমান্ডার নায়েক সুবেদার মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাংলাদেশি যুবক সাদিককে কুলাউড়া থানায় সোপর্দ করেছি আমরা।

কুলাউড়া থানার ওসি ইয়ারদুস হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিধি মোতাবেক সাদিক মাহমুদকে তার পরিবার সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।