জুড়ীতে এডুকেয়ার ফাউন্ডেশনের সেরা প্রতিভা যাছাই পরীক্ষা

ডেস্ক রিপোর্ট:

আলোকিত জুড়ী গড়ার প্রত্যয়ে গঠিত এডুকেয়ার ফাউন্ডেশন জুড়ীর আয়োজনে ‘এডুকেয়ার সেরা প্রতিভা প্রতিযোগিতার প্রথম পর্বের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় এক সাথে উপজেলার ছয়টি শিক্ষা প্রতিষ্ঠানে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

হযরত শাহ খাকী (র:) ইসলামিয়া মাদ্রাসা, তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজ, নয়াবাজার আহমদিয়া সিনিয়র মাদ্রাসা, আপ্তাব উদ্দিন আমেনা খাতুন কলেজ, শিলুয়া স্কুল এন্ড কলেজ ও সাগরনাল মাদ্রাসা কেন্দ্রে উপজেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের একাদশ, দ্বাদশ ও সমমান শ্রেণির ৪০৩জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।

এডুকেয়ার ফাউন্ডেশনের কর্মকর্তাদের তত্বাবধানে অনুষ্ঠিত ব্যতিক্রমধর্মী এ পরীক্ষা পরিদর্শন করেন তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের অধ্যক্ষ অরুন চন্দ্র দাস, জুড়ী থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদার, জুড়ী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম প্রমুখ।