শাহজিবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ১

 

ডেস্ক রিপোর্টে:

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার শাহজিবাজার এলাকায় সড়ক দুঘটনায় এক মোটর সাইকেল আরোহী প্রাণ হারিয়েছেন। নিহত আব্দুল বাছিদ মিয়া উপজেলার মতিগঞ্জ এলাকার মৃত আব্দুল হকের ছেলে। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে ওই ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, বরযাত্রীর গাড়িবহরের সঙ্গে মোটরসাইকেলযোগে ভুনবীর থেকে শ্রীমঙ্গল শহরের শাদিমহল কমিউনিটি সেন্টারে যাচ্ছিলেন বাছিদ মিয়া। শাহাজিবাজার এলাকায় পৌঁছালে তার মোটরসাইকেলকে ধাক্কা দেয় একটি পিকআপ। এতে বাছিদ মিয়া গুরুতর আহত হন। উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে মৌলভীবাজার সদর হাসপাতালে নিলে মারা যান তিনি। এ ঘটনায় পিকআপের চালক সেলিমকে আটক করা হয়েছে।

শ্রীমঙ্গল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আল আমিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় পিকআপ চালককে আটক করা হয়েছে।