জুড়ীতে টিভি এন্ড কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল

 

জুড়ী প্রতিনিধি :

 

মৌলভীবাজারের জুড়ীতে ভোগতরা তরুণ সংঘ কর্তৃক আয়োজিত টিভি এন্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে অনুষ্ঠিত খেলায় উপজেলা যুবলীগ ক্রিকেট একাদশকে ৬ রানে হারিয়ে বেলাগাঁও কন্টিনালা ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন হয়।

খেলা শেষে সারোয়ার হোসেনের সভাপতিত্বে ও সানি আহমদের পরিচালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাছুম রেজা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য জাকির হোসেন কালা, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশিদ সাজু, জুড়ী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: তাজুল ইসলাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল রানা, ইউপি সদস্য ফয়জুল ইসলাম কালা প্রমুখ।