বড়লেখায় শিক্ষার্থীর মাঝে টিফিন বক্স বিতরণ

বড়লেখায় শিক্ষার্থীর মাঝে টিফিন বক্স বিতরণ

বড়লেখা প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখা পৌর শহরের মুছেগুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির ২০০ জন শিক্ষার্থীর মাঝে টিফিন বক্স বিতরণ ও ‘মিড ডে মিল’ কার্যক্রম চালু করা হয়েছে। বড়লেখা পৌরসভার বাস্তবায়নে এবং সমাজসেবক রাসেল বিল্লাহ চৌধুরী ও শাহিন আহমদের ব্যক্তিগত উদ্যোগে এ কার্যক্রম চালু হয়েছে।
এ উপলক্ষে রবিবার দুপুরে মুছেগুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নজরুল ইসলাম মানিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী।
এতে বিদ্যালয়ের শিক্ষক মীর মুহিবুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য দেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, এবাদুর রহমান চৌধুরী টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ বুদ্ধদেব দাসগুপ্ত, পৌরসভার প্যানেল মেয়র তাজ উদ্দিন, পৌর কাউন্সিলর আব্দুল মালিক জুনু, মিজানুর রহমান, রেজাউল করিম রেজা প্রমুখ।