ব্রিটিশ প্রতিনিধি দলকে মৌলভীবাজারে সংবর্ধনা

 

ডেস্ক রিপোর্ট:

কানেক্টিং ক্লাস রুমের আওতায় ব্রিটিশ শিক্ষক এবং ব্যবসায়ী প্রতিনিধিদের সম্মানে মৌলভীবাজারের শাহবন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সোমবারে সকাল ১০ টায় এবং হোয়াইট পার্ল স্কুল ও কলেজে বেলা ১ টায় পৃথক দুটি সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

শাহবন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি খালেদ চৌধুরীর সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক পরানন্দা দেবের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্রিটিশ ডেলিগেশন লিডার এবং কার্ডিফ সিটির ডেপুটি লর্ড মেয়র কাউন্সিলর আলী আহমদ, ডেপুটি টিম লিডার আনা মিয়া, ব্রিটিশ শিক্ষক লিউস ফিচসজেরোল্ড, সদর উপজেলা শিক্ষা অফিসার মোতাহার আলী, সিলেট টিমের কনভেনর অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, কো-অর্ডিনেটর এম এ আজিজ প্রমুখ।

দুপুরে হোয়াইট পার্ল স্কুল ও কলেজে অনুষ্ঠিত হয় সংবর্ধনা। কলেজের পরিচালক মো সালাউদ্দিন আহমেদের সভাপতিত্বে ও শাহিন সুলতানা ও ফুয়াদ আব্দুল্লাহ’র যৌথ পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে কানেক্টিং ক্লাসরুমের গুরুত্ব তুলে ধরে আলী আহমদ বলেন, বিশ্ব নাগরিক হিসেবে গড়ে তুলতে এবং দু’ দেশের সংস্কৃতি সম্পর্কে একে অন্যে জানতে কানিক্টিং ক্লাস রুম ওয়েলস এবং বাংলাদেশের মধ্যে কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানে মৌলভীবাজার সদর উপজেলার চেয়ারম্যান কামাল হোসেন ব্রিটিশ অতিথিদেরকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে শেষে কলেজের অধ্যক্ষ সিদ্দিকুর রহমানের তত্ত্বাবধানে শিক্ষকমন্ডলী ও ছাত্রীদের সাথে সংস্কৃতি ও পাঠদান নিয়ে মতবিনিময় করেন ব্রিটিশ শিক্ষক রেবেকা মুর, সায়মন ফিলিপ্স, নিকি বিচ, মিশেল কৌবান হিউজেস, লিউইস ফিচজেরোল্ড, লিয়ার মেরাডিথ, মেলিছা এভান্স এবং মোহাম্মদ শফিক, সি রয় এবং কারেন টাক।

বৃটিশ ডেলিগেটদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল লতিফ কাওসার, আব্দুর রহমান মনা, সুয়েব কামালী, কাজী বাবর উদ্দিন আহমদ, ইব্রাহিম আলী খন্দকার, মো আনহার মিয়া, আব্দুল মুহিম, আনহার মিয়া, সুহরাব আলী, মো হারুন তালুকদার প্রমুখ।

ব্রিটিশ কাউন্সিলের প্রজেক্ট কো- অর্ডিনেটর পবন মলয়, তসলিমুন্নাহার এবং সুহেল রানা পর্যবেক্ষক হিসেবে এসময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে প্রতিনিধি দল শ্রীমংগল চাবাগান, ব্রাক,গ্রান্ড সুলতান সহ বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেন।