কমলগঞ্জের আলম মিয়া ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত

 

ডেস্ক রিপোর্ট:

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউপির চিৎলিয়া (বাজারটিলা) গ্রামের বাসিন্দা আলম মিয়া (৪০) ওমানে এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। ২ ফেব্রুয়ারি বিকেলে কাজ শেষে বাইসাইকেল নিয়ে ৪ বন্ধু মিলে ওমানের আদম ওহারাম শহরে ঘুরতে বের হলে এই দুর্ঘটনার শিকার হন আলম মিয়াসহ চার বাংলাদেশি। ঘটনাস্থলে বাস-কার সংঘর্ষে ৪ বন্ধু চাপা পড়ে। ঘটনাস্থলে প্রাণ চারজন। নিহত অন্য তিনজনের বাড়ি পার্শ্ববর্তী কুলাউড়া উপজেলার নমৌজা এলাকার।

নিহতের ছোট ভাই ওয়াসিম বলেন, আমার বড় ভাই পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনার আশায় বাড়িতে স্ত্রী ও ২ সন্তানকে রেখে ধার-দেনা করে ৬ মাস পূর্বে ওমানে পাড়ি দেন।

এদিকে সড়ক দুর্ঘটনায় আলম মিয়া নিহত হওয়ায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

নিহতের স্ত্রী নাসিমা বেগম বলেন, প্রবাস আমার সংসার জীবনকে তছনছ করে দিয়েছে। ধারদেনা করে আমার স্বামী বিদেশে গিয়েছিলেন পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনতে। এখন এই ধারদেনা কিভাবে পরিশোধ করবো ?

আলীনগর ইউপি চেয়ারম্যান ফজলুল হক বাদশা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃত আলমের লাশ যাতে তাড়াতাড়ি দেশে ফিরে আসে সে জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করছি।