ড. কামালের ভোট দিতে লেগেছে ৪০ মিনিট!

 

অনলাইন ডেস্ক:

জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান নেতা ড. কামাল হোসেনের ভোট দিতে সময় লেগেছে প্রায় ৪০ মিনিট। ইভিএমে ফিঙ্গার প্রিন্ট না মেলার কারণেই এই সময় লাগে।

শনিবার সকাল ১০টায় রাজধানীর ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিতে যান ড. কামাল হোসেন। সকাল ১০টা ৪০ মিনিটে তিনি ভোট দিয়ে বের হন। এ সময় গণমাধ্যমকর্মীদের কাছে ইভিএম নিয়ে তার অসন্তোষের কথা জানান।

ড. কামাল হোসেন বলেন, ‘আমার ভোটার নম্বর বের করতে আধা ঘণ্টা সময় লেগেছে। ভোট দিতে লেগেছে ১০ মিনিট। এটা একটি জটিল প্রক্রিয়া। অন্য ভোটাররা ধৈর্য ধরে ভোট দিতে পারবে কি না সেটাই দেখার বিষয়।’

ভোটার উপস্থিতি কম প্রসঙ্গে তিনি বলেন, ‘১০টা থেকে সবসময় ভোটারদের উপস্থিতি বেশি লক্ষ্য করা যায়। কিন্তু এখন পর্যন্ত এখানে সেটি লক্ষ্য করা যাচ্ছে না। জনগণ ভাবছে ইভিএমে ভোট দিয়ে কোনো লাভ হবে না। ভোটারদের উপস্থিতি দেখে আমি মোটেও সন্তুষ্ট নই। সাড়ে ১০টার মধ্যে একশর কম ভোট পড়েছে।’