জুড়ীতে গাড়ির ধাক্কায় নিহত ১

 

ডেস্ক রিপোর্ট:

মৌলভীবাজারের জুড়ী উপজেলার জুড়ী-কুলাউড়া সড়কের মানিকসিংহ এলাকায় বৃহস্পতিবার রাতে সড়ক দুর্ঘটনায় সিদ্দিকুর রহমান (৪০) নামে এক জনের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার নয়াগ্রামের মৃত আব্দুল মন্নান (মনা) এর পুত্র।

পারিবারিক সূত্রে জানা যায়, ৪ সন্তানের জনক সিদ্দিকুর রহমান পার্শ্ববর্তী উপজেলা কুলাউড়ায় জালালাবাদ গ্যাস অফিসে সিকিউরিটি গার্ডের কাজ করতেন। বৃহস্পতিবার রাত ১০টায় ডিউটি শেষ করে বাইসাইকেল চালিয়ে তিনি বাড়ি ফিরছিলেন। ঘটনাস্থলে আসার পর পিছন থেকে একটি গাড়ি তাকে সজোরে ধাক্কা দিয়ে ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়।

খবর পেয়ে জুড়ী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে কুলাউড়া স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিদ্দিকুর রহমানকে মৃত ঘোষণা করেন।

জুড়ী থানার অফিসার ইনচার্জ মো: জাহাঙ্গীর হোসেন সরদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।