কমলগঞ্জে ৮ জুয়াড়ি আটক

 

ডেস্ক রিপোর্ট:

মৌলভীবাজারের কমলগঞ্জে ৮ জুয়াড়িকে আটক করেছে পুলিশ।বুধবার (২৯ জানুয়ারি) দিবাগত রাত দেড়টায় উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের রুপসপুর গ্রামের বন্দরবাজার এলাকা থেকে নগদ টাকাসহ জুয়াড়িদেরকে আটক করা হয়। জব্দ করা হয় জুয়া খেলার সরঞ্জাম।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কমলগঞ্জ থানার এসআই তোফায়েল আহম্মেদ, এএআই আয়েছ মাহমুদ ও আব্দুর রহিমের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। মুন্সীবাজার ইউনিয়নেরর রুপসপুর গ্রামের বন্দরবাজারের জসিম উদ্দিনের দোকানের সম্মুখে জুয়ার আসরে অভিযান চালিয়ে নগদ ১৮০০ টাকা ও ২ বান্ডেল তাসসহ ৮ জুয়াড়ি আটক করে।

আটককৃতরা হলেন, কমলগঞ্জ উপজেলার রুপসপুর গ্রামের মৃত রাশিদ উল্লার ছেলে শামিম আহমেদ (৪৫), একই গ্রামের হরমুজ আলীর ছেলে সালাউদ্দিন (২২) ও কদর মিয়ার ছেলে রুমান আহমদ (২০), সিদ্ধেশরপুর গ্রামের কায়েস আহমেদের ছেলে সুমন আহমেদ (৩০), রহিমপুর গ্রামের মৃত মফিজ মিয়ার ছেলে সুহেল মিয়া (২২), রামেশরপুর গ্রামের মৃত চেরাগ মিয়ার ছেলে জহির আহমেদ (৩৬), পতনউষার গ্রামের ফারুক মিয়ার ছেলে জুয়েল আহমেদ (৩৫) এবং রাজনগর উপজেলার মরিচা গ্রামের চেরাগ মিয়ার ছেলে আব্দুল হান্নান (২৮)।

কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ৮ জুয়াড়িকে বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।