কুলাউড়ায় মাদক ব্যবসায়ী গ্রেফতার

 

ডেস্ক রিপোর্ট:

র‌্যাব-৯ এর একটি দল ২৮ জানুয়ারি সন্ধ্যা পোনে সাতটার দিকে মৌলভীবাজার জেলার কুলাউড়ায় অভিযান চালিয়ে বিশেষ ক্ষমতা আইনের পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ রয়েছে। গ্রেফতারকৃত এমরান কুলাউড়া উপজেলার পশ্চিম সিংগুর গ্রামের আবুল কাশেমের পুত্র।

মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় মেজর মো. ইশতিয়াক বিন ইউসুফ ও এএসপি মো. আবদুল খালেকের নেতৃত্বে ওই অভিযান চালানো হয়। গ্রেফতার আসামিকে কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।