মৌলভীবাজারে পিকআপচাপায় নিহত ২

 

ডেস্ক রিপোর্ট:

মৌলভীবাজারের সদর উপজেলায় পিকআপভ্যান চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন চারজন।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে সিলেট-মৌলভীবাজার আঞ্চলিক সড়কের সদর উপজেলার শেরপুরের দাউরবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শেরপুরের দাউরবাগ এলাকার আবদুল রহমানের ছেলে শহিদুল রহমান (৩৫) ও একই এলাকার মোজাহিদুল ইসলাম।

শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, যাত্রী নিয়ে মৌলভীবাজার থেকে শেরপুরে যাচ্ছিল অটোরিকশাটি। সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার শেরপুরের দাউরবাগ এলাকায় বিপরীতমুখী একটি পিকআপভ্যান ওই অটোরিকশাকচাপা দেয়।

এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই দুই যাত্রীর মৃত্যু হয়। এ সময় আহত হন কমপক্ষে চার অটোরিকশাযাত্রী।

আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য একই হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।