মৌলভীবাজারে আগুনে পুড়ে একই পরিবারের পাঁচ জনের মৃত্যু

 

মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজার শহরের এম সাইফুর রহমান সড়কে একটি ভবনে ভয়াবহ অন্ডিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওই ভবনের ২য় তলায় থাকা একই পরিবারের পাঁচ জন দগ্ধ হয়ে মারা গেছেন।

নিহতরা হলেন পিংকি সু স্টোরের স্বত্ত্বাধিকারী সুভাষ রায় (৬৫), তার মেয়ে প্রিয়া রায় (১৯), সুভাষ রায়ের ভাইয়ের স্ত্রী দিপ্তী রায় (৪৮), সুভাষ রায়ের শ্যালকের বউ দিপা রায় (৩৫), এবং দিপা রায়ের মেয়ে বৈশাখী রায় (৩)।

মঙ্গলবার সকাল ১০টার দিকে ভবনের পিংকি সু স্টোর থেকে আগুনের সুত্রপাত হয়। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট।

ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ করছেন। এসময় ওই দোকানের পেছনের বাসায় আটকা পড়ে শিশুসহ পাঁচজন নিহত হন।তবে কিভাবে দোকানে আগুন লাগল বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য দিতে পারেননি ফায়ার সার্ভিস কর্মীরা।

মৌলভীবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন নিহতের এ তথ্য নিশ্চিত করেছেন।

মৌলভীবাজার জেলা পুলিশ সুপার ফারুখ আহমেদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে সেন্ট্রাল রোডের তিনটি জুতার দোকানে আগুন লাগে। এরপর এই আগুন দোকানের পাশের একটি বাসায় ছড়িয়ে পড়ে। বাসাটি থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।